Tuesday, October 4, 2011

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময় বাড়ানো হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র সংগ্রহের তারিখ ৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।গত ৩০ সেপ্টেম্বর ছিলো প্রবেশ পত্র সংগ্রহের শেষ সময়। এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, বহু শিক্ষার্থী প্রবেশ পত্র সংগ্রহ করতে পারেনি। তাদের কথা বিবেচনা করেই এই সময় বৃদ্ধি। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, এ বছর ভর্তিচ্ছু প্রায় ১৫ হাজার শিক্ষার্থী ইন্টারনেট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেনি। সে জন্য জরুরি ভিত্তিতে এ এ সময় বৃদ্ধি করা হয়েছে।

No comments:

Post a Comment