
তিনি বলেন, অতীতে কিছু ভুয়া শিক্ষার্থী ভর্তি হলেও ডিজিটাল পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার কারণে আর ভুয়া ভর্তির সুযোগ থাকছে না।উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নূন্যতম কম্পিউটার জ্ঞান দিয়ে ভর্তি আবেদন করতে পারবেন-এ কথা উল্লেখ করে উপাচার্য আরো বলেন, এজন্য ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের কোনো কোচিংয়ের দ্বারস্থ হতে হবে না।
আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনকারী রাষ্ট্রায়াত্ত ৪টি ব্যাংক (সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী) যেকোনো শাখায় ভর্তি আবেদন ফি ৩০০ টাকা জমা দিতে পারবেন। আর আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে প্রবেশপত্র গ্রহণ করতে পারবেন।
আগামী ১৪ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের, ২১ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের, ২৮ অক্টোবর বাণিজ্য অনুষদভুক্ত গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ১৮ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের এবং ২৫ নভেম্বর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admission.univdhaka.edu) এ ভর্তি সংক্রান্ত সব ধরনের তথ্য পাওয়া যাবে। এছাড়া ০১৮৪২২৪৪২৪৪/০১৬১৬১৫১৫৫৯ এবং যেকোনো ফোন নম্বর থেকে ১৬৩২১ এই নম্বরে এসএমএস পাঠিয়ে যেকোনো তথ্য জানতে পারবে।
উল্লেখ্য, গত বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
No comments:
Post a Comment