Friday, August 12, 2011

ইবিতে ১৯ নভেম্বর প্রথম শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা

আগামী ১৯ নভেম্বর থেকে ২৪ শে নভেম্বর পর্যন্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ভর্তি কমিটির সদস্য ড. মাহবুবর রহমান জানান, আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্ষন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য বিশ্ববিদ্যালয়ের মোবাইল অপারেটর টেলিটকে এস এম এস’র মাধ্যমে আবেদন করা যাবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচ এসসি পরীক্ষার যেকোন একটিতে জিপিএ ৩.২৫ এবং দুইটির সমন্বয়ে কমপক্ষে জিপিএ ৭.০০ থাকতে হবে। মানবিক এবং বানিজ্য বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যেকোন একটিতে জিপিএ ৩.০০ এবং দুইটির সমন্বয়ে কমপক্ষে জিপিএ ৬.৫ থাকতে হবে।
এ বছর মোট ৮ টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
www.iubd.net থেকে বিস্তারিত জানা যাবে।

No comments:

Post a Comment