১০ দিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস শুরু হচ্ছে। এদিকে বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা বাতিল ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা আগামীকাল সকাল ১১টায় আনন্দ র্যালিরও আয়োজন করেছে।গত ৫ অক্টোবর (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-এর ২৭(৪) ধারা অর্থাৎ নিজস্ব আয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার বিধান সংশোধনের ঘোষণা দেন। এর পরপরই বেশ ক’দিনের ছাত্রবিক্ষোভ বন্ধ হয়েছে। তাই কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এ ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে কর্তৃপক্ষ।
প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৭(৪) ধারা বাতিলের ঘোষণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন।
উল্লেখ্য, আইনের ২৭(৪) ধারা বাতিলসহ কয়েক দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ৬ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ছিল।
No comments:
Post a Comment