Sunday, October 9, 2011

জবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

আইনের ২৭(৪) ধারা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা দেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আনন্দ র‌্যালি বের হয়। আনন্দ র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ চলাকালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। রবিবার দুপুর ১২টায় ঘটে এ ঘটনা।
প্রতক্ষ্যদর্শীরা জানান, আনন্দ র‌্যালি শেষে সমাবেশ চলাকালে সামনের আসনে বসা নিয়ে জবি ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে জ্যেষ্ঠ ছাত্রনেতা ও শিক্ষকরা তাদের নিয়ন্ত্রণে আনেন। দুই গ্রুপের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে।
আনন্দ মিছিল শেষে মিলিত সমাবেশে ভিসি ড. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীদের এতদিনের আন্দোলন প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে সফল হতে যাচ্ছে। শিগগিরই সংসদ অধিবেশনে এ আইনের সংশোধনী পাস হয়ে তাদের দাবি পূরণ হবে।

No comments:

Post a Comment