Saturday, October 1, 2011

শিক্ষামন্ত্রী দিলেন দশম শ্রেনীর পরীক্ষা!

‘শিক্ষার কোনো বয়স নেই’, এ প্রচলিত কথাটির প্রমান এবার দিলেন স্বয়ং একজন শিক্ষামন্ত্রী । ঘটনাটি ঘটেছে ভারতের পদুচেরি রাজ্যে। রাজ্যের শিক্ষামন্ত্রী হয়ে তিনি বসলেন দশম শ্রেণীর সাপ্লিমেন্ট পরীক্ষায়।এক বিরল ঘটনার জন্মদিলেন পি এম এল কল্যাণসুন্দরম সাধারণ ছাত্রদের সঙ্গে পরীক্ষায় বসে।খবর টাইমস অব ইন্ডিয়ার। জানা যায়, পি এম এল সুন্দরমের বয়স এখন ৩৪। ১৯৯১ সালে দশম শ্রেণীর পরীক্ষায় বিজ্ঞান ও সমাজবিজ্ঞানে ফেল করে পড়ালেখায় ইতি টানেন । এরপর বড় ভাইয়ের ব্যবসায় সহযোগিতা করতেন।১০ বছর পর শুরু করেন রাজনীতি । আর ২০০৬ সালে রাজ্যসভার নির্বাচনে বিজেপির টিকিট পেয়ে বিজয়ী। অতঃপর হয়ে যান রাজ্যের শিক্ষামন্ত্রী। গত বৃহস্পতিবার তিনদিভানাম শহরের একটি বেসরকারি স্কুল থেকে বিজ্ঞান বিভাগের হয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি জানান, স্কুল পাস করে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান। আরও জানান, তার কয়েকজন বন্ধুর সহযোগিতায় পরীক্ষার প্রস্তুতি নেন তিনি এবং বৃহস্পতিবার বিজ্ঞান পরীক্ষা দিয়েছেন। তবে জরুরি সভা থাকায় শুক্রবারের সমাজবিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারেন নি তিনি। তিনি বলেন, বিজ্ঞান পরীক্ষা ভালোই দিয়েছেন। এ বিষয়ে ৬০ নম্বরের বেশি পাবেন বলে তিনি আশাবাদী। কল্যাণসুন্দরম শিক্ষামন্ত্রী হওয়ার পর ২০১১-১২ সেশনে তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে ওপেন ইউনিভার্সিটি ব্যবস্থায় বিএ (ইতিহাস) ক্লাসে ভর্তি হন। অনেকে তাকে ডিগ্রি কেনার জন্য বলেছিলেনও।বটে তবে তিনি যথাযথ উপায়ে আমাকে ডিগ্রি অর্জন করতেই আগ্রহী বেশী । তিনদিভানামের জেলার শিক্ষা কর্মকর্তা সি শানমুগাম বলেন, বৃহস্পতিবার তিনি বিজ্ঞান পরীক্ষা দিয়েছেন, তবে শুক্রবার সমাজবিজ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশ নেননি। পরে জানতে পারেন যে তিনি পদুচেরির স্বয়ং একজন মন্ত্রী।

No comments:

Post a Comment