Saturday, October 1, 2011

শিক্ষকের মারে অচেতন

রাজধানীর গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মারধরে এক ছাত্রের অচেতন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকাল ১১টার দিকে স্কুল ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত মো. সাব্বির হোসেন (১৫) ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র।

সাব্বিরের সহপাঠী এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরীক্ষার হলে দুষ্টুমি করার জন্য ইংরেজি বিষয়ের শিক্ষক রফিকুল ইসলাম সাব্বিরের চুলের মুঠি ধরে কিলঘুষি মারলে সে অচেতন হয়ে যায়।"

স্কুলের প্রধান শিক্ষক ফৌজিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "সকালে কৃষি শিক্ষা পরীক্ষা ছিলো। প্রশ্ন কমন না পড়ায় ছাত্ররা হৈ চৈ শুরু করে দেয়। আমি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।"

তবে সাব্বিরকে মারার কথা তখন ফৌজিয়া আহমেদ জানতেন না জানিয়ে বলেন, "তখন শিক্ষকের মারার কথা আমাকে কেউ বলেনি। কিন্তু এখন হাসপাতালে ছাত্ররা বলছে রফিকুল ইসলাম স্যার সাব্বিরকে চুলে ধরে কিলঘুষি মেরেছে।"

তিনি জানান, সাব্বিরকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে এবং সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে সাব্বিরের শারীরিক অবস্থা ভালো বলে জানান তিনি।

এদিকে রফিকুল ইসলামকে শেরেবাংলা নগর থানার নেওয়া হয়েছে।

শেরেবাংলা নগর থানার ওসি জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুলে ছাত্ররা হৈ হুল্লোর করছে এ কারণে রফিকুল ইসলামের নিরপত্তার কথার বিবেচনা করে তাকে থানায় আনা হয়েছে।

বিদ্যালয়ে শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন না করতে সরকারি আদেশ থাকলেও স¤প্রতি এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে।

No comments:

Post a Comment