Tuesday, September 13, 2011

মালয়েশিয়ায় উচ্চশিক্ষা


হাথির মোহাম্মদের মালয়েশিয়া। পেট্রোনাস টুইন টাওয়ারের মালয়েশিয়া। শুধু এশিয়ারই নয় বর্তমান বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশ। শিল্পোন্নত মালয়েশিয়া ইলেকট্রনিক্স পণ্য, গাড়ি ও অন্যান্য শিল্পে বিশ্ববাজারে স্থান নিয়েছে। দেশের উন্নতির সাথে সাথে মালয়েশিয়ায় উন্নতি এসেছে শিক্ষা ব্যবস্থায়ও। ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা মালয়েশিয়াতে পড়তে আসছে। মালয়েশিয়ার ডিগ্রি আন্তর্জাতিক স্বীকৃত। বাংলাদেশের অনেক শিক্ষার্থীই এখন উচ্চ শিক্ষার ক্ষেত্র হিসেবে মালয়েশিয়াকে বেছে নিচ্ছে। কারণ এখানে পড়শোনা করে সহজেই যে কোন দেশে ক্রেডিট ট্রান্সফার করা যায়।শিক্ষা ব্যবস্থা :
মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষায় রয়েছে ব্যাচেলর ও মাস্টার্স। এখানে আছে ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ২১টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ৬৭টি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এছাড়া রয়েছে ৭০৬টি প্রাইভেট ইনস্টিটিউট। এখানে রয়েছে ইন্টিগ্রেটেড ও ডিপ্লোমা কোর্সও। ব্যাচেলর কোর্সগুলো সাধারণত ৮ থেকে ১২ সেমিস্টার। ইন্টিগ্রেটড ও ডিপ্লোমা কোর্সগুলো সাধারণত ৬ সেমিস্টারে হয়ে থাকে।
university-malay-malaysia.jpegপড়ার ভাষা মাধ্যম :
মালয়েশিয়ার রাষ্ট্রীয় ভাষা মালয়। উচ্চ শিক্ষায় মালয় ভাষা ছাড়াও ইংরেজি ভাষায় পড়া যায়। তবে সর্বত্রই মালয়েরই প্রাধান্য রয়েছে। শুধু ইংরেজি বিষয়ে পড়তে ইংরেজি প্রয়োজন না এছাড়াও কিছু কিছু বিষয়ে রয়েছে ইংরেজি। ইংরেজির ক্ষেত্রে TOEFL এবং IELTS এ একটা স্কোর থাকতে হয়। মালয় ভাষায় পড়ার জন্য অন্যান্য দেশ থেকে আসা শিক্ষার্থীদের মালয় ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হতে হয়।
cac1.jpgপড়ার বিষয় :
মালয়েশিয়ায় বিজ্ঞান ধারা শিক্ষা ব্যবস্থায় পড়াশোনার খ্যাতি বিশ্বজোড়া। যেমন আইটি এবং ইঞ্জিনিয়ারিং এ দু’টি বিষয়ের মালয়েশিয়ার ডিগ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পড়ার বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো সিভিল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজাম, টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, আইটি, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এরোনোটিক্যাল, আর্কিটেকচার ইত্যাদি।
পড়াশোনা ও থাকা- খাওয়ার খরচ :
মালয়েশিয়ায় পড়াশোনার খরচ অপেক্ষাকৃত কম। এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিউশন ফি অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক কম। থাকা খাওয়াতেও খুব বেশি খরচ হয় না। এখানে পড়াশোনা ও থাকা খাওয়ার খরচ বাবদ বছরে প্রায় দেড় লক্ষ টাকার প্রয়োজন। অবশ্য খরচ এর চেয়ে কম বেশি হতে পারে। ব্যক্তির চাহিদা ও স্থান ভেদে পার্থক্য হয়।
oum-pmh-1.jpgপাট টাইম জব :
মালয়েশিয়ায় পড়াশোনার পাশাপাশি রয়েছে কাজ করার সুযোগও সপ্তাহে ২০ ঘণ্টা করে কাজের সুযোগ পাওয়া যায়। কাজের জন্য সরকার এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতির প্রয়োজন হয়। বাইরে পার্টটাইম জবের পাশাপাশি সুযোগ রয়েছে টিউশনিরও। এখানে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর সুযোগ আছে।
আবেদন ভর্তিও ভিসা প্রসেসিং:
মালয়েশিয়ার যেসব প্রতিষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক বিদেশী শিক্ষার্থীদের পড়ার অনুমোদন রয়েছে তার যে কোন একটি প্রতিষ্ঠান বাছাই করুন। এ ক্ষেত্রে নিশ্চিত হতে মালয়েশিয়ার দূতাবাসের সাহায্য নেয়া যেতে পারে। এরপর যে প্রতিষ্ঠানে আপনার কাক্সিক্ষত বিষয়ে ভর্তির জন্য চিঠি, ফ্যাক্স বা ইমেইল করুন। তারা আপনাকে প্রয়োজনীয় তথ্য জানিয়ে দিবে। যে প্রতিষ্ঠান আপনাকে যোগ্য মনে করবে তারা আবেদন পত্র পাঠাবে। বিশ্ববিদ্যালয়ের অফার লেটার আপনার যোগ্যতার প্রমাণ পত্র, প্রয়োজনীয় সনদ, কাগজ পত্র, আর্থিক স্বচ্ছতার প্রমাণ ইত্যাদি দেখিয়ে বাংলাদেশস্থ মালয়েশিয়ার দূতাবাস থেকে ভিসা নিতে হবে। ভিসা ফি সাধারণ প্রায় পনের হাজার টাকা।
umlogo.jpgমালয়েশিয়ার প্রধান কয়েকটি বিশ্ববিদ্যালয় :
* University of Malaysia
Email- cco@um.edu.my
Web-www.um.edu.my
* International Islamic University of Malaysia
Email: Pro@iiu.edu.my
web- www.iiu.edu.my
* University of Technology Malaysia
Email: Pendaftar@ulm.my
Web- www.iiu.edu.my
* University of Teehnology Malaysia
email: Pendaftar@Utm.my
web- www.utm.my


সূত্রঃ হ্যালো-টুডে ডটকম







No comments:

Post a Comment