Tuesday, September 13, 2011

মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিত ও কর্মচারীকে মারধোরের ঘটনায় কর্মবিরতি

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে লাঞ্ছিত ও ফুড টেকনোলজি বিভাগের এক কর্মচারীকে মারধর করার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহম্মদ উমর ফারুক জানান, ফুড টেকনোলজি বিভাগের ক্রেডিট ফি কমানোর কোন সুযোগ নেই। তারা অফিস কক্ষ ভাংচুর করেছে। শৃংখলা ভঙ্গের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৭দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শাস্তিমুলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে ও জানান তিনি। জানা যায়, সোমবার ক্রেডিট ফি বৈষম্য দূরীকরণসহ চার দফা দাবী নিয়ে বিশ্ব বিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা উক্ত বিভাগের চেয়ারম্যান এর সাথে কাছে যায় এবং চেয়ারম্যান ক্রেডিট ফি কমানো সম্ভব নয় বলে জানিয়ে দেন। পরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে অফিস কক্ষ ভাংচুর করে।এতে বাধা দিলে শিক্ষার্থীরা এক কর্মচারীকে লাঞ্ছিত করে এবং বিভাগীয় চেয়ারম্যান রোকেয়া বেগমকে তিন ঘন্টা অফিস কক্ষে আটকে করে রাখে।

No comments:

Post a Comment