
ওরিয়েন্টেশন প্রোগ্রামে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিএসটিই বিভাগের ছাত্র জায়েদুল সালেহীন, এফআইএমএস বিভাগের স্বপন চন্দ্র, ফার্মেসী বিভাগের সুজন বণিক এবং এসিসিই বিভাগের মাহফুজ হাসান। বক্তাগণ সকলে নিজ নিজ অনুভুতি ব্যক্ত করেন, তারা এ দিনটিকে একটি স্মরণীয় দিন হিসেবে অভিহিত করেন এবং মাস্টার্স প্রোগ্রাম চালু করায় তারা উপাচার্য মহোদয় এবং এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সাইফুল আলমকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিভাগসমূহের সমন্বয়ক ও এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, সিএসটিই বিভাগের চেয়ারম্যান জনাব মো: বেলাল হোসাইন, এফআইএমএস বিভাগের চেয়ারম্যান জনাব মো: রাকেব-উল-ইসলাম, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম হোসেন, এসিসিই বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ ইউসুফ মিঞা, মাইক্রোবায়োলজী বিভাগের চেয়ারম্যান জনাব মো: মাসুদ আলম, গণিত বিভাগের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান জনাব আফসানা মৌসুমী, রেজিস্ট্রার প্রফেসর মো: মমিনুল হক, প্রক্টর জনাব পলাশ কর্মকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক জনাব আবদুল্লাহ-আল মামুন প্রমুখ। বক্তাগণ স্বল্পতম সময়ের মধ্যে মাস্টার্স প্রোগ্রাম চালু করায় উপাচার্য মহোদয় এবং এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সাইফুল আলমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁরা সকলেই মাস্টার্সে ভর্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনের উজ্জল সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি জনাব ফজলে এলাহি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের দিনটি এ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্মরণীয় দিন। এ দিন এ বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের পথে এক ধাপ এগিয়ে গেল। তিনি শিক্ষার্থীদেরকে ক্ষুধে বিজ্ঞানী আখ্যা দিয়ে বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে তোমরা নিজেদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরী শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আজকে যারা মাস্টার্সে ভর্তি হয়েছে শিক্ষা ও গবেষণার দিগন্তে তাদের এক নব জীবন শুরু হয়েছে। তিনি অপরাজনীতি ও অপসংস্কৃতি থেকে শিক্ষার্থীদের নিজেদের দূরে রেখে শিক্ষা ও গবেষণার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। উপাচার্য মহোদয় মাস্টার্সে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের শ্রেনীকক্ষের আচার আচরণ, শিক্ষকবৃন্দের সাথে আচরণ সহ সার্বিক বিষয়ে নিজেদেরকে কিভাবে একজন আধুনিক ও ব্যক্তিত্বসম্পন্ন রুপে গড়ে তোলা যাবে তার দিক নির্দেশনা দেন। তিনি বলেন, তোমরা আজ নিজেদেরকে সত্যিকার মানুষরুপে গড়ে তোলার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছ। উপাচার্য মহোদয় ল্যাবরেটরী সুবিধাসহ শিক্ষা সহায়ক সকল সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সসহ উচ্চশিক্ষা পরিচালনা করার জন্য মাননীয় উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরীকে চেয়ারম্যান, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ এবং বিভাগীয় সমন্বয়ককে সদস্য করে ইতোমধ্যে।
সূত্রঃ হ্যালো-টুডে ডটকম
No comments:
Post a Comment