Tuesday, September 13, 2011

জাবির চাকরিচ্যুতদের আবেদনের শুনানিতে বিব্রত বিচারক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের একটি আবেদনে বিব্রত হয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিয়া।

আবেদনকারীরা তাদের চাকরিচ্যুতির বিষয়ে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়েছিলেন।

মঙ্গলবার এ আবেদনের শুনানিতে চেম্বার বিচারপতি বিব্রত হন বলে জানান আবেদনকারীদের আইনজীবী নাসির উদ্দিন অসীম।

ওই আদালতে দায়িত্বরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, চেম্বার বিচারপতি বিব্রত হওয়ায় আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে।

ভুয়া বিজ্ঞাপনে নিয়োগ হওয়ায় গত ২৩ অগাস্ট হাইকোর্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০৭ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ অবৈধ ঘোষণা করে। এদের প্রায় সবাই রায় স্থগিতের আবেদন করেছেন।

২৭৮ জন আবেদনকারীর একটি আবেদনে আইনজীবী ছিলেন ব্যরিস্টার রফিক উল হক, রুহুল কুদ্দুস কাজল ও অসীম।

২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ অগাস্ট পর্যন্ত সময়ে এ কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ অবৈধ ঘোষণা করতে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া (বর্তমান সরকারদলীয় সংসদ সদস্য) ২০০৪ সালে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।

২০০৬ সালে হাইকোর্টের একটি বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দিয়েছিলো। পরে গাজীপুরের সংসদ সদস্য আকম মোজম্মেল হক ২০১০ সালের ১৫ ডিসেম্বর একটি রিভিউ আবেদন করেন। ওই আবেদনে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ ৮০৭ জনকে চাকরিচ্যুত করার আদেশ দেয়।


সূত্রঃ বিডি নিউজ ২৪


No comments:

Post a Comment