Tuesday, September 13, 2011

মাধ্যমিক স্কুল পেলো ১৩৭৭ শিক্ষক



সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ৩৭৭ জন সহকারী শিক্ষককে পদায়ন করা হয়েছে। আগামী ১২ অক্টোবরের মধ্যে তাদের যোগদান করতে হবে।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহপরিচালক প্রফেসর নোমান উর রশিদ সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাতে তার দপ্তরের শিক্ষক পদায়নের নথি হস্তান্তর করেন।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৩৭৭ জন সহকারী শিক্ষককে নবসৃষ্ট ৮২টি ডাবল শিফট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে।

মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত ৫৬০ জন প্রার্থীর পদায়ন হবে পুলিশি ছাড়পত্রের পর। এদের পদায়নের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হয়েছে।

নথি হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ দিন ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট চলছিলো। এদের পদায়নের মধ্য দিয়ে এ সমস্যার সমাধান হলো।

নবসৃষ্ট ৮২টি ডাবল শিফট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ১ হাজার ৬৬৫টি পদ শূন্য রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সিঙ্গেল শিফটে ৫২০টি এবং ডাবল শিফটে ১৩০টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।

গত ৭ জানুয়ারি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৯৬৮টি পদের বিপরীতে ১ লাখ ৩২ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।

গত বছরের ৯ জুলাই লিখিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও রংপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা স্থগিত করা হয়।

পরবর্তী কালে লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে গত ২২ জুলাই ১ হাজার ৯৩৭ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এদের মধ্যে ৫৬০ জন মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হন।


সূত্রঃ বিডি নিউজ ২৪


No comments:

Post a Comment