Wednesday, August 17, 2011

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৮ অক্টোবর




জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ৮ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদনপত্র ও স্টুডেন্ট ইনফরমেশন (এসআইএফ) ফরম সংগ্রহ করা যাবে ২৩ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সংশ্লিষ্ট অনুষদে ফরম জমা দেওয়া যাবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এ ছাড়া এবছর নতুন তিনটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষার স্টুডেন্ট ইনফরমেশন ফরম ২৩ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত (ঈদ ও ব্যাংকের ছুটি ছাড়া) অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফার্মগেট, শাহবাগ, জাতীয় জাদুঘর ও গাবতলী শাখা থেকে সংগ্রহ করা যাবে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.juniv.edu) ভর্তির বিজ্ঞপ্তি এবং ভর্তি ফরম পাওয়া যাবে। ক, খ, গ, ঘ, ঙ ইউনিটের এসআইএফ ফরমের প্রতি সেটের মূল্য ৩৩০ টাকা। এ ছাড়া চ, ছ, জ ইউনিটের এসআইএফ ফরমের প্রতি সেটের মূল্য ২৭৫ টাকা। মুক্তিযোদ্ধা সন্তান কোটা, প্রতিবন্ধী কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, খেলোয়াড় কোটা ও সাংস্কৃতিক কোটায় ভর্তির জন্য শিক্ষার্থীদের একই সময়ে অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখায় ২০০ টাকার বিনিময়ে কোটা-সংক্রান্ত একটি ফরম সংগ্রহ করতে হবে। এসআইএফ ফরম ও ভর্তির আবেদনপত্র সংগ্রহ ও পূরণ করে সংশ্লিষ্ট অনুষদে ১৭ সেপ্টেম্বর সকাল আটটা থেকে বেলা দেড়টা পর্যন্ত জমা দেওয়া যাবে।
এ বছর ‘গ’ ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদভুক্ত জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ‘ঘ’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের অধীনে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস ও ‘জ’ ইউনিটভুক্ত আইন অনুষদের অধীনে আইন ও বিচার বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাবে।

No comments:

Post a Comment