
রাবি উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে পরীক্ষার সময়সূচি, আবেদনপত্রের মূল্যসহ অন্যান্য সিদ্ধান্ত আগামী ১৪ আগস্ট ভর্তি উপ-কমিটির সভায় চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এএইচএম আসলাম হোসেন জানান, আগামি ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের আওতায় গুচ্ছভিত্তিক পদ্ধতিতে ১৪টি ইউনিটে ভর্তির জন্য আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মুহম্মদ নুরুল্লাহ জানান, পরীক্ষা ও আবেদনের সময়সীমা ভর্তি পরীক্ষার প্রাথমিক বৈঠকে নির্ধারণ করা হয়েছে। তবে এ বছর পরীক্ষাপদ্ধতি ও আবেদনপত্রের মূল্যের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হবে। বিস্তারিত সিদ্ধান্ত ১৪ আগস্টের বৈঠকে নির্ধারণ করা হবে বলে তিনি জানান।
No comments:
Post a Comment