Friday, September 2, 2011

শাবিপ্রবি তে ভর্তির রেজিষ্ট্রেশন ১৫ সেপ্টেম্বর থেকে শুরু

আগামী ২৯ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা মুঠোফোনের মাধ্যমে ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তি ফরম রেজিষ্ট্রেশন করতে পারবেন। এবারও মুঠোফোনে ভর্তি ফরম রেজিস্ট্রেশনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। মুক্তিযোদ্ধা, আদিবাসী এবং প্রতিবন্ধী কোটাসহ ‘অ’ এবং ‘ই’ ইউনিটের অধীন এবার মোট ২৫টি বিভাগের এক হাজার ৩শ ৯৩টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হবে।সকাল ১০ টায় ‘A’ ইউনিট ও বিকাল ৩ টায় ‘ ‘B’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ভর্তি কমিটি এ সকল তথ্য জানায়। এবার মানবিক বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীরা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে ভর্তি হতে পারবেনা। এছাড়া প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদে মোট ৭০নম্বরের পরীক্ষায় মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীদের গণিত বিষয়ে ১০ নম্বরের পরীক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের অর্থনীতি বিষয়ে ভর্তি হতে চাইলে গণিতে শতকরা ৫০ নম্বর পেতে হবে। এছ্ড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করে দেশের বাইরে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করলে ভর্তি যোগ্যতা হিসেবে SAT এ স্কোর থাকতে হবে ১১০০। উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিনের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ইউনুস জানান, এবার অ ইউনিটের ভর্তি ফরমের মূল্য ৫৫০ টাকা। ই ইউনিটভুক্ত সকল বিভাগে ভর্তি ফরমের মূল্য ৬০০ টাকা। আর্কিটেকচার ব্যতীত ই ইউনিটভূক্ত সকল বিভাগে ভর্তি ফরমের মূল্য ৫৫০ টাকা নির্ধারিত হয়েছে। ২০১০/২০১১ সালে অনুষ্ঠিত এইচ.এস,সি/আলিম/ডিপ্লোমা ইন কমার্স/সমমান এবং ২০০৮/২০০৯ সালে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে। যে সকল ছাত্র-ছাত্রী বিজ্ঞান শাখা থেকে এইচ.এস.সি সমমান পরীক্ষায় পাশ করেছে তারা দুই ইউনিটে এবং অন্যেরা শুধু ‘A’ ইউনিটে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এইচ.এস.সি বা সমমান ও এস.এস.সি বা সমসান উভয় পরীক্ষাতে ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট ৬.৫ থাকতে হবে। এছাড়া জি.সি.ই. O লেভেলে কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাশ এবং জি.সি.ই. A লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ থাকতে হবে। ২০০৮ সনের পূর্বে এস.এস.সি বা জি.সি.ই O লেভেল বা সমসানের পরীক্ষায় উর্ত্তীণ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে না। টেকনিক্যাল কমিটির প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল জানান, টেলিটক ফোন থেকে SUST শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর, এইচএসসি পরীক্ষার রোল নম্বর, পাশের বছর ও ইউনিটের নাম লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। উদাহরণ হিসেবে কেউ যদি সিলেট শিক্ষাবোর্ড থেকে পাশ করে থাকেন এবং ‘A’ ইউনিটে ভর্তি হতে চান তাহলে তাকে SUSTSYL2011A এ পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য জানতে টেলিটকের হটলাইন নম্বর ০১৫৫৫৫৫৫০০১-৫ এ যোগাযোগ করা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission থেকে জানা যাবে। সূত্রঃ হ্যালো - টুডে ডটকম