আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে। ঈদ উপলক্ষে বন্ধ থাকার পর শনিবার থেকে পুরোদমে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব কার্যক্রম । তবে ৬ সেপ্টেম্বর থেকেই প্রশাসনিক ভবন ও হল গুলোর অফিসের কার্যক্রম শুরু করা হয়।এদিকে ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস ও পরীক্ষা না হলেও বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা ছিল।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছুটি ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছিল। পরে ২০ আগস্টের এক সিন্ডিকেট সভায় এই ছুটি ৪ সেপ্টেম্বরের পরিবর্তে ৮ সেপ্টেম্বর করা হয়।
সূত্রঃ হ্যালো-টুডে ডটকম