Friday, October 7, 2011

জাবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি




জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ আওতাধীন ৩৩টি বিভাগে মোট ২৪০০ শিক্ষার্থী ভর্তি করা হবে।

ইউনিট ভিত্তিক পরীক্ষার সময়সূচি:

প্রথম দিন  ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘ক’ ইউনিটে গাণিতিক ও পদার্থবিজ্ঞান বিষয়ক অনুষদের ভর্তি পরীক্ষা।

দ্বিতীয় দিন ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘ঘ’ ইউনিটে জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা।

তৃতীয় দিন ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘ঙ’ ইউনিট বিজনেস স্ট্যাডিস অনুষদের ভর্তি পরীক্ষা।

চতুর্থ দিন ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘খ’ ইউনিটের সমাজবিজ্ঞান অনুষদ ও ‘ছ’ ইউনিটে ইনষ্টিটিউট অব ইনফরমেশন টেকনোলোজির ভর্তি পরীক্ষা।

পঞ্চম দিন ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘চ’ ইউনিটের ইনষ্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ও ‘জ’ ইউনিটে আইন অনুষদের ভর্তি পরীক্ষা।

সর্বশেষ ষষ্ঠ দিন ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘গ’ ইউনিটে কলা মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা।

প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা প্রতিদিন সকাল ৯ টা ৩০ মিনিটে শুরু হয়ে শিফট্ পদ্ধতিতে বিকাল ৫ টা ২৫ মিনিট পর্যন্ত চলবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় একঘণ্টা পাঁচ মিনিট। একটি শিফটের পরীক্ষা শেষ হওয়ার ৩০ মিনিট পর পরবর্তী শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ছয় দিনব্যাপি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট (www. juniv.edu/admission.php) থেকে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।

এছাড়াও ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগের দিন সংশ্লিষ্ট প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বন্টনের তথ্য ডীন অফিস ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট থেকে পাওয়া যাবে।

No comments:

Post a Comment