Tuesday, August 16, 2011

আইইউটি ২০১১-২০১২ শিক্ষাবছরের ভর্তিফরম বিতরণ শুরু

ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজী (আইইউটি) কাল ১৬ই অগাস্ট থেকে ২০১১-২০১২ শিক্ষাবছরের চার বছরমেয়াদী ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তিফরম বিতরণ শুরু করেছে। আবেদন এর জন্য শিক্ষার্থীকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষাতে বিজ্ঞান বিষয় থেকে কমপক্ষে ৪.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। যেসব শিক্ষার্থী ও-লেভেল এবং এ-লেভেল থেকে পাস করেছে তাদেরকে অবশ্যই বাংলা,ইংরেজি, পদার্থ, রসায়ন,গনিত বিষয়ে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে। শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটর থেকে এসএমএস এর মাধ্যমেও আবেদন করতে পারবে। এর জন্য প্রত্যেক শিক্ষার্থীকে টেলিটক সিম এর মাধ্যমে অফেরতযোগ্য ৫০০ টাকা পরিশোধ করতে হবে। আবেদন এর শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর,২০১১।

No comments:

Post a Comment