
শুক্রবার সারাদেশের ১৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার এ পরীক্ষা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ সিফায়েত উল্লাহ সাংবাদিকদের জানান।
সরকারি মেডিকেল কলেজের দুই হাজার ৭৬০ এবং ডেন্টালের ২৮০ আসনের বিপরীতে ৫১ হাজার ২৩৬ পরীক্ষার্থী এ বছর অংশ নেয়। এ ছাড়া বেসরকারি মেডিকেল কলেজগুলোতে তিন হাজার ৬৬৩ এবং ডেন্টালে ৭৬৫টি আসন রয়েছে।
কিছুদিন আগে প্রশ্নপত্রসহ ছাপাখানার শ্রমিক গ্রেফতার এবং বৃহস্পতিবার রাতে প্রশ্নপত্র ফাঁসের গুজবের পর পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতি অধিক গুরুত্ব দেয় কর্তৃপক্ষ। ১০১ সদস্যের কমিটি ভর্তি পরীক্ষা কার্যক্রম তদারকি করে। এতে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকও ছিলেন।
উল্লেখ্য, পরীক্ষাটি গত ২৩ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। সরকারি একটি ছাপাখানা থেকে গত ১৩ সেপ্টেম্বর গোপনে প্রশ্নপত্র নিয়ে বের হওয়ার সময় এক শ্রমিক ধরা পড়লে তা এক সপ্তাহ পেছানো হয়।
No comments:
Post a Comment