Friday, September 30, 2011

মেডিকেল পরীক্ষায় এবারও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, শিক্ষকসহ ২০জন গ্রেফতার

এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও চিকিৎসকসহ ২০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। অভিযুক্তরা প্রতারণার মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানায় করে র‌্যাব। রাতে প্রশ্নপত্র ফাঁসের গুজবের মধ্যেই শুক্রবার সারাদেশে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার রাতে র‌্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি ও শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নপত্রসহ এ ২০ জনকে গ্রেফতার করে।গ্রেফতার ব্যক্তির মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক এবং একজন ব্যাংক কর্মকর্তাও রয়েছেন। তাদের কাছ থেকে নগদ আট লাখ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার সারাদেশের ১৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার এ পরীক্ষা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ সিফায়েত উল্লাহ সাংবাদিকদের জানান।
সরকারি মেডিকেল কলেজের দুই হাজার ৭৬০ এবং ডেন্টালের ২৮০ আসনের বিপরীতে ৫১ হাজার ২৩৬ পরীক্ষার্থী এ বছর অংশ নেয়। এ ছাড়া বেসরকারি মেডিকেল কলেজগুলোতে তিন হাজার ৬৬৩ এবং ডেন্টালে ৭৬৫টি আসন রয়েছে।
কিছুদিন আগে প্রশ্নপত্রসহ ছাপাখানার শ্রমিক গ্রেফতার এবং বৃহস্পতিবার রাতে প্রশ্নপত্র ফাঁসের গুজবের পর পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতি অধিক গুরুত্ব দেয় কর্তৃপক্ষ। ১০১ সদস্যের কমিটি ভর্তি পরীক্ষা কার্যক্রম তদারকি করে। এতে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকও ছিলেন।
উল্লেখ্য, পরীক্ষাটি গত ২৩ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। সরকারি একটি ছাপাখানা থেকে গত ১৩ সেপ্টেম্বর গোপনে প্রশ্নপত্র নিয়ে বের হওয়ার সময় এক শ্রমিক ধরা পড়লে তা এক সপ্তাহ পেছানো হয়।

No comments:

Post a Comment