Friday, September 16, 2011

ঢাবিতে ভর্তিচ্ছু বেড়েছে অর্ধ লক্ষ


ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবর্ষে ভর্তির জন্য এবার দুই লাখ ১১ হাজার ১৭৩ জন শিক্ষার্থী আবেদন করেছে। গতবারের চেয়ে এ সংখ্যা প্রায় অর্ধ লক্ষ বেশি।

২০১১-১২ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৪ অক্টোবর।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বৃহস্পতিবার রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে অনলাইনে আবেদনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

তিনি বলেন, অনলাইনে আবেদনের সময় শেষ হলেও ২০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়া এবং ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশপত্র প্রিন্ট নেওয়া যাবে।

উপাচার্য জানান, এবার প্রথম বর্ষে ভর্তির জন্য মোট আবেদন করেছে ২ লাখ ১১ হাজার ১৭৩ জন শিক্ষার্থী। যা গতবার ছিল এক লাখ ৬৩ হাজার ২৫৫ জন। বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটে এক হাজার ৪৩৩ আসনের বিপরীতে আবেদন করেছে ৫৪ হাজার ৬৭৪ জন, কলা অনুষদভুক্ত খ ইউনিটে দুই হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৩৫ হাজার ৯৯৮ জন, বাণিজ্য অনুষদভুক্ত গ ইউনিটে ৯৭৫ আসনের বিপরীতে ৪১ হাজার ৩৯৭ জন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটে এক হাজার ৫৬ আসনের বিপরীতে ৭৪ হাজার ৫০ জন এবং চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটে ১১৯ আসনের বিপরীতে ৫ হাজার ৫৭ জন আবেদন করেছে।

১৪ অক্টোবর 'ক' ইউনিটের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর 'খ' ইউনিটের ২১ অক্টোবর, 'গ' ইউনিটের ২৮ অক্টোবর, 'ঘ' ইউনিটের ১৮ নভেম্বর এবং 'চ' ইউনিটের ২৫ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে।

সূত্রঃ বিডি নিউজ ২৪

No comments:

Post a Comment