Thursday, September 15, 2011

রুয়েটে ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর,চালু হচ্ছে দুটি নতুন বিভাগ


রুয়েট (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ ও জমা দেওয়া শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৯ অক্টোবর। আর ভর্তি পরীক্ষা শেষে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ২ নভেম্বর।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই ২০০৭ বা তৎপরবর্তী সালের এস এস সি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে হবে এবং ২০১১ সালের এইচ এস সি অথবা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজী মিলে ১৭.৫ পয়েন্ট থাকতে হবে। পদার্থ, রসায়ন ও গণিতে পৃথকভাবে কমপক্ষে ৪.০০ এবং ইংরেজীতে কমপক্ষে ৩.৫ থাকতে হবে।
এ বৎসর গ্লাস এন্ড সিরামিক্স এবং আরবান রিজিওনাল প্লানিং নামে দুটি নতুন বিভাগ চালু হচ্ছে যেগুলোর সিট সংখ্যা হবে ৩০ টি করে।পাশাপাশি ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি সিট বাড়িয়ে ৬০টি করা হয়েছে। এছাড়া পূর্বের মত এবারও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি, এবং ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি সিট বরাদ্দ রাখা হয়েছে। অন্যান্য কোটায় ৫টি মিলে এবারের মোট সিট সংখ্যা করা হয়েছে ৫৭৫টি।ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ruet.ac.bd পাওয়া যাবে।

www.hello-today.com 

No comments:

Post a Comment