Wednesday, October 5, 2011

সংশোধন হচ্ছে কুমিল্লা ও নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কুমিল্লা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইনও সংশোধন করতে যাচ্ছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোর অর্থায়ন নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটানোর জন্যই এই সংশোধন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী সকালেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের একটি ধারা সংশোধনের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করা হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনায় সরকার যেভাবে অর্থ দেয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও সেভাবে অর্থ পাবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭ (৪) ধারায় বলা হয়েছে, পাঁচ বছর বছর বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার তাদের নিজেদেরই বহন করতে হবে। শিক্ষার্থীরা আইনের এ ধারাটি পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল কয়েক বছর ধরে। অভ্যন্তরীণ ব্যয় বাড়ানোর অংশ হিসেবে সম্প্রতি সেমিস্টার ফি ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হলে গত ২৫ সেপ্টেম্বর বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
জগন্নাথের মতো কুমিল্লা ও নজরুল বিশ্ববিদ্যালয়েও অভ্যন্তরীণ আয়ে চলার কথা রয়েছে, যা নিয়ে অসন্তোষ রয়েছে শিক্ষার্থীদের।

No comments:

Post a Comment