
হ্যালো-টুডে ডটকম : বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস আর নেই। বৃহস্পতিবার অ্যাপলের ওয়েবসাইটে তার মৃত্যুর খবর জানানো হয়।৫৬ বছর বয়সী এই প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা অগ্ন্যাশয় ক্যান্সারে ভুগছিলেন।
ম্যাক, আইফোন ও আইপডের মতো বিভিন্ন প্রযুক্তিগত বিস্ময়ের উদ্ভাবক প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী ছিলেন।
আধুনিক যুগের যে কজন মানুষের নাম ইন্টারনেটের প্রতি ক্লীকে শোনা যায় তার মধ্যে স্টীভ জবস, মার্ক জুকেনবার্গ, বিল গেটস, মাইকেল ডেল।এদের নাম না জানলেই যেন নয়। বর্তমানের এবং সসবময়ের সেরা পণ্য ছিলো আ্যপল। আ্যপল ব্যান্ডের সেই বাঁকা আপেলটা যেন মনে করিয়ে দিতো, নিউটনের মধ্যাকর্ষন আবিষ্কার! তেমনি আ্যাপেলের আবিষ্কারক স্টীভ জবসও প্রজন্ম থেকে প্রজন্মে ছুঁয়ে দিয়েছিলেন জাদুদ্বার!

সেই মহান গুনী ব্যাক্তিটি আর নেই।আজ মাত্র ছাপ্পান্ন বছর বয়সে স্ত্রী লরেলে এবং দুই সন্তানকে রেখে পৃথিবী থেকে বিদায় নেন এই মহান জনক।স্টিভেন পল জবস ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন মিলে ১৯৭০ সালে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। এরপর তিনি পিক্সার স্টুডিও এবং নেক্সট নামে আরো দুটি সফল প্রতিষ্ঠান গড়ে তোলেন।

জবস জন্মেছিলেন স্যান ফ্রান্সিস্কোতে। কিন্তু সুখকর ছিলো না তার ছোটোবেলা। জন্মের পরপরই তাকে দত্তক দিয়ে দেয়া হয়। পল ও ক্লারা জবস দম্পত্তি তাকে দত্তক নেন। তার নাম রাখা হয় স্টিভেন পল জবস। সামান্য ভালো খাবারের জন্য তাকে পুরো সপ্তাহ অপেক্ষা করতে হতো। কিন্তু তার প্রকৃত পিতা মাতা ছিলেন জোয়ন ক্যারোল এবং আব্দুল্লাহ ফাতাহ জান্দালি (সিরিয়া থেকে স্নাতোকোত্তর, পরবর্তীতে রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক হয়েছিলেন)।

জবস কুপারটিনো জুনিয়র হাই স্কুলে এবং হোমস্টিড হাই স্কুলে গিয়েছিলেন। তিনি প্রায়ই হিউলেট-প্যাকার্ড কোম্পানিতে লেকচারগুলোতে অংশগ্রহণ করতেন। যেখানে পরবর্তীতে তিনি গ্রীষ্মকালীন কর্মচারী হিসাবে স্টিভ ওজনিয়াকের সঙ্গে কাজ করেন। ১৯৭২ সালে তিনি হাইস্কুল শেষ করেন এবং রিড কলেজে ভর্তি হন। যদিও তিনি পরবর্তীতে কলেজ ছেড়ে দেন তার পরেও তিনি ক্যালিওগ্রাফী সহ আরো কিছু ক্লাশে যোগদান করেছিলেন। এরপরই ১৯৭৬ সালে ওজনিয়াকের সঙ্গে

বাড়ির গ্যারেজে প্রতিষ্ঠা করেন ছোট্ট প্রতিষ্ঠান অ্যাপল। আর তাদের অ্যাপল ১ দিয়েই শুরু হয় যাত্রা। এরপর একে একে স্টিভ জবসের হাত ধরে এসেছে আধুনিক প্রযুক্তির অনেক পণ্যই।
তার এই মহারথের সমাপ্তি ঘোষনা হলো আজ।
No comments:
Post a Comment