Thursday, October 6, 2011

সাহিত্যে নোবেল

সাহিত্যে নোবেল পুরস্কার এ বছর কে পাবেন তা নিয়ে বছরজুড়েই জল্পনা-কল্পনা চলছে। বিভিন্নজন বিভিন্ন সাহিত্যিকের কথা বললেও বিশ্লেষকরা কিন্তু দু'জন কবিকেই এগিয়ে রাখছেন। এরা হলেন, সিরীয় কবি আলি আহমাদ সাইদ আসবার, যিনি অ্যাডোনিস নামেই বেশি পরিচিত এবং অপরজন হলেন সুইডিস টমাস ট্রান্সট্রোমার।

ব্রিটিশ বাজিকর ল্যাডব্রোক জানিয়েছে, অ্যাডোনিস (৮১ ) এর নোবেল পাওয়ার সম্ভাবনা ৪:১ এবং টমাস (৮০ ) এর সম্ভাবনা ৭:১। আর তৃতীয় অবস্থানে রয়েছেন জাপানের হারুকি মুরাকামি। যার সম্ভাবনা ৮:১।

৬ অক্টোবর সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে বলে কথা রয়েছে।

মিশিগান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপন খালেদ মাত্তাবা জানান, অ্যাডোনিস এ পুরস্কারটি পাওয়ার যোগ্য। মিশিগানের এ অধ্যাপক তার অনেক কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন।

মাত্তাবা বলেন, "আমি যখন অ্যাডোনিসকে একজন কবি হিসেবে চিন্তা করি তখন পিকাসো বা মাতিস এর মতো লোকদের মনে পড়ে যারা অভিজ্ঞতা বর্ণনার নতুন একটি পদ্ধতি উন্মোচন করেছেন।"

তিনি আরো বলেন, "আমার মনে হয় এরমধ্যে (অ্যাডোনিসের কবিতায়) সবাই শুধু আরব সাহিত্যের বিষয়বস্তুই নয় সমাজকেও বুঝতে পারবে। সেইসঙ্গে আধুনিক আরব সাহিত্যের শৌর্য সম্বন্ধেও একটি ধারণা পাওয়া যাবে।"

চলতি বছরের মে মাসে অ্যাডোনিসকে জার্মানির গ্যেটে পুরস্কার দেওয়া হয়।

ওদিকে ট্রান্সট্রোমার এরআগেও নোবেল পুরস্কারের তালিকায় ছিলেন। সুইডিশ এ কবির কবিতায় মানুষ ও প্রকৃতি এবং চেতন ও অচেতনের মধ্যে সম্পর্কই বেশি প্রভাব বিস্তার করেছে।

১৯৯৬ সালে শেষবার সাহিত্যে নোবেল পুরস্কার কোনো কবিকে দেওয়া হয়েছিল। ওই বছর পোল্যান্ডের কবি ভিসলাভা সিমবোরস্কাকে সাহিত্যের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারটি দেওয়া হয়।

No comments:

Post a Comment