Thursday, October 6, 2011

 এক ম্যাচেই ২৬ গোল

যেন বৃষ্টির মতো গোল। শুধু গোল আর গোল। ওয়ালটন মহিলা ফুটবল লিগে চলছে গোল-উৎসব। আগের দিন মোহামেডানের মেয়েরা ফরাশগঞ্জকে ভাসিয়েছে ১২-০ গোলে। কাল গোলসংখ্যা তার চেয়ে দ্বিগুণ! আরামবাগকে ২৬-০ গোলে বিধ্বস্ত করে ছেড়েছে শিরোপার অন্যতম দাবিদার শেখ জামাল ধানমন্ডি।
এই গোল-উৎসবের মধ্যমণি ছিলেন জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা খাতুন। তাঁর গোল ১২টি। সাবিনা ম্যাচের পর বলছিলেন, ‘এত গোল করব ভাবিনি। মাঠে নেমে দেখলাম, গোল করতে পারছি সহজে। তাই যতটা পেরেছি গোল করে নিয়েছি।’ ৭টি করেছেন নুবাই চিং মারমা। ৪ গোল অম্রা চিংয়ের, সুরাইয়া ও তাহমিনার একটি করে। অন্যটি আত্মঘাতী।
দিনের অন্য ম্যাচে দিপালী সংঘ ৩-০ গোলে হারিয়েছে ওয়ারী ক্লাবকে। গোল করেছেন সোনিয়া, জান্নাতুল ও ফাতেমা-তুজ-জোহরা।

No comments:

Post a Comment