Friday, September 30, 2011

আবার জবির ৪০ জন শিক্ষার্থীকে আটক করল পুলিশ

আবার আটক করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৩৫-৪০ জন শিক্ষার্থীকে। শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে আটক করা হয় তাদের। জানা যায়, শুক্রবার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সচেতন নাগরিকদের সংহতি জানানোর কথা থাকায় জাতীয় জাদুঘরের সামনে এক সংহতি সমাবেশের আয়োজন করা হয়, যা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৪ তা থেকে। সংহতি সমাবেশ শুরুর আগেই সেখানে জবি শিক্ষার্থীরা আসতে থাকলে ৩৫ থেকে ৪০ জন আন্দোলনরত শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

সুত্রঃ হ্যালো টুডে ডট কম




মেডিকেল পরীক্ষায় এবারও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, শিক্ষকসহ ২০জন গ্রেফতার

এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও চিকিৎসকসহ ২০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। অভিযুক্তরা প্রতারণার মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানায় করে র‌্যাব। রাতে প্রশ্নপত্র ফাঁসের গুজবের মধ্যেই শুক্রবার সারাদেশে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার রাতে র‌্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি ও শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নপত্রসহ এ ২০ জনকে গ্রেফতার করে।গ্রেফতার ব্যক্তির মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক এবং একজন ব্যাংক কর্মকর্তাও রয়েছেন। তাদের কাছ থেকে নগদ আট লাখ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার সারাদেশের ১৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার এ পরীক্ষা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ সিফায়েত উল্লাহ সাংবাদিকদের জানান।
সরকারি মেডিকেল কলেজের দুই হাজার ৭৬০ এবং ডেন্টালের ২৮০ আসনের বিপরীতে ৫১ হাজার ২৩৬ পরীক্ষার্থী এ বছর অংশ নেয়। এ ছাড়া বেসরকারি মেডিকেল কলেজগুলোতে তিন হাজার ৬৬৩ এবং ডেন্টালে ৭৬৫টি আসন রয়েছে।
কিছুদিন আগে প্রশ্নপত্রসহ ছাপাখানার শ্রমিক গ্রেফতার এবং বৃহস্পতিবার রাতে প্রশ্নপত্র ফাঁসের গুজবের পর পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতি অধিক গুরুত্ব দেয় কর্তৃপক্ষ। ১০১ সদস্যের কমিটি ভর্তি পরীক্ষা কার্যক্রম তদারকি করে। এতে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকও ছিলেন।
উল্লেখ্য, পরীক্ষাটি গত ২৩ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। সরকারি একটি ছাপাখানা থেকে গত ১৩ সেপ্টেম্বর গোপনে প্রশ্নপত্র নিয়ে বের হওয়ার সময় এক শ্রমিক ধরা পড়লে তা এক সপ্তাহ পেছানো হয়।

Friday, September 16, 2011

ঢাবিতে ভর্তিচ্ছু বেড়েছে অর্ধ লক্ষ


ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবর্ষে ভর্তির জন্য এবার দুই লাখ ১১ হাজার ১৭৩ জন শিক্ষার্থী আবেদন করেছে। গতবারের চেয়ে এ সংখ্যা প্রায় অর্ধ লক্ষ বেশি।

২০১১-১২ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৪ অক্টোবর।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বৃহস্পতিবার রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে অনলাইনে আবেদনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

তিনি বলেন, অনলাইনে আবেদনের সময় শেষ হলেও ২০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়া এবং ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশপত্র প্রিন্ট নেওয়া যাবে।

উপাচার্য জানান, এবার প্রথম বর্ষে ভর্তির জন্য মোট আবেদন করেছে ২ লাখ ১১ হাজার ১৭৩ জন শিক্ষার্থী। যা গতবার ছিল এক লাখ ৬৩ হাজার ২৫৫ জন। বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটে এক হাজার ৪৩৩ আসনের বিপরীতে আবেদন করেছে ৫৪ হাজার ৬৭৪ জন, কলা অনুষদভুক্ত খ ইউনিটে দুই হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৩৫ হাজার ৯৯৮ জন, বাণিজ্য অনুষদভুক্ত গ ইউনিটে ৯৭৫ আসনের বিপরীতে ৪১ হাজার ৩৯৭ জন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটে এক হাজার ৫৬ আসনের বিপরীতে ৭৪ হাজার ৫০ জন এবং চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটে ১১৯ আসনের বিপরীতে ৫ হাজার ৫৭ জন আবেদন করেছে।

১৪ অক্টোবর 'ক' ইউনিটের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর 'খ' ইউনিটের ২১ অক্টোবর, 'গ' ইউনিটের ২৮ অক্টোবর, 'ঘ' ইউনিটের ১৮ নভেম্বর এবং 'চ' ইউনিটের ২৫ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে।

সূত্রঃ বিডি নিউজ ২৪

Thursday, September 15, 2011

রুয়েটে ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর,চালু হচ্ছে দুটি নতুন বিভাগ


রুয়েট (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ ও জমা দেওয়া শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৯ অক্টোবর। আর ভর্তি পরীক্ষা শেষে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ২ নভেম্বর।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই ২০০৭ বা তৎপরবর্তী সালের এস এস সি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে হবে এবং ২০১১ সালের এইচ এস সি অথবা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজী মিলে ১৭.৫ পয়েন্ট থাকতে হবে। পদার্থ, রসায়ন ও গণিতে পৃথকভাবে কমপক্ষে ৪.০০ এবং ইংরেজীতে কমপক্ষে ৩.৫ থাকতে হবে।
এ বৎসর গ্লাস এন্ড সিরামিক্স এবং আরবান রিজিওনাল প্লানিং নামে দুটি নতুন বিভাগ চালু হচ্ছে যেগুলোর সিট সংখ্যা হবে ৩০ টি করে।পাশাপাশি ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি সিট বাড়িয়ে ৬০টি করা হয়েছে। এছাড়া পূর্বের মত এবারও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি, এবং ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি সিট বরাদ্দ রাখা হয়েছে। অন্যান্য কোটায় ৫টি মিলে এবারের মোট সিট সংখ্যা করা হয়েছে ৫৭৫টি।ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ruet.ac.bd পাওয়া যাবে।

www.hello-today.com 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষা ২৮ সেপ্টেম্বর: বানিজ্য দেখতে গিয়ে দুই দফা তারিখ পিছিয়েছে

ই দফা তারিখ পেছানোর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষার তারিখ আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে পড়েছে অধীনস্হ কলেজের শিক্ষার্থীরা। ২০ আগষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে দুইদফা পিছিয়ে দেড় মাস পিছিয়ে দেয়া হলো। এরকম সহস্র দেড় মাস একটি শিক্ষার্থীর জীবন থেকে চলে গেলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন যায় আসে না। সর্বনিম্ন দরদাতা কে ওএমআর সরবরাহরাহী প্রতিষ্ঠানের নিম্নমানের ওএমআর সরবারহের কারনে দুই দফা পরীক্ষার তারিখ পিছিয়ে গেছে। প্রথম বর্ষের সকল বিভাগের তথ্য পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd তে।

সূত্রঃ www.hello-today.com

Tuesday, September 13, 2011

চুয়েটে ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) তিনটি অনুষদে প্রথম বর্ষ স্নাতক কোর্সে ২০১১-১২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করবে। আবেদন করতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবরের মধ্যে। ২ নভেম্বর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে। ১৯ নভেম্বর শনিবার সকাল ১০টায় এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৪ নভেম্বর। চুয়েটে ভর্তি-সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে।

সূত্রঃ হ্যালো-টুডে ডটকম

জাবির চাকরিচ্যুতদের আবেদনের শুনানিতে বিব্রত বিচারক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের একটি আবেদনে বিব্রত হয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিয়া।

আবেদনকারীরা তাদের চাকরিচ্যুতির বিষয়ে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়েছিলেন।

মঙ্গলবার এ আবেদনের শুনানিতে চেম্বার বিচারপতি বিব্রত হন বলে জানান আবেদনকারীদের আইনজীবী নাসির উদ্দিন অসীম।

ওই আদালতে দায়িত্বরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, চেম্বার বিচারপতি বিব্রত হওয়ায় আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে।

ভুয়া বিজ্ঞাপনে নিয়োগ হওয়ায় গত ২৩ অগাস্ট হাইকোর্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০৭ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ অবৈধ ঘোষণা করে। এদের প্রায় সবাই রায় স্থগিতের আবেদন করেছেন।

২৭৮ জন আবেদনকারীর একটি আবেদনে আইনজীবী ছিলেন ব্যরিস্টার রফিক উল হক, রুহুল কুদ্দুস কাজল ও অসীম।

২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ অগাস্ট পর্যন্ত সময়ে এ কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ অবৈধ ঘোষণা করতে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া (বর্তমান সরকারদলীয় সংসদ সদস্য) ২০০৪ সালে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।

২০০৬ সালে হাইকোর্টের একটি বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দিয়েছিলো। পরে গাজীপুরের সংসদ সদস্য আকম মোজম্মেল হক ২০১০ সালের ১৫ ডিসেম্বর একটি রিভিউ আবেদন করেন। ওই আবেদনে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ ৮০৭ জনকে চাকরিচ্যুত করার আদেশ দেয়।


সূত্রঃ বিডি নিউজ ২৪


নোবিপ্রবি এর মাস্টার্স কোর্স চালু: ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরীর বলিষ্ঠ নেতৃত্ব এবং বিভাগসমূহের সমন্বয়ক ও এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সাইফুল আলমের ঐকান্তিক প্রচেষ্টার ফলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সম্প্রতি অত্র বিশ্ববিদ্যালয়ে সাতটি বিভাগে মাস্টার্স কোর্স চালু করার জন্য অনুমোদন প্রদান করেছে।   তন্মধ্যে বিশ্ববিদ্যালয়ে চালুকৃত প্রথম চারটি বিভাগ অর্থাৎ এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই), কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই), ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স (এফআইএমএস) এবং ফার্মেসি বিভাগে এ বছর অর্থাৎ ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে মাস্টার্স কোর্সে ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে। এ চারটি বিভাগে মোট ৫৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী মিলনায়তনে এ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য ও সাবেক সংসদ সদস্য জনাব মোঃ ফজলে এলাহি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে উপাচার্য মহোদয় শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিএসটিই বিভাগের ছাত্র জায়েদুল সালেহীন, এফআইএমএস বিভাগের স্বপন চন্দ্র, ফার্মেসী বিভাগের সুজন বণিক এবং এসিসিই বিভাগের মাহফুজ হাসান। বক্তাগণ সকলে নিজ নিজ অনুভুতি ব্যক্ত করেন, তারা এ দিনটিকে একটি স্মরণীয় দিন হিসেবে অভিহিত করেন এবং মাস্টার্স প্রোগ্রাম চালু করায় তারা উপাচার্য মহোদয় এবং এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সাইফুল আলমকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিভাগসমূহের সমন্বয়ক ও এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, সিএসটিই বিভাগের চেয়ারম্যান জনাব মো: বেলাল হোসাইন, এফআইএমএস বিভাগের চেয়ারম্যান জনাব মো: রাকেব-উল-ইসলাম, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম হোসেন, এসিসিই বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ ইউসুফ মিঞা, মাইক্রোবায়োলজী বিভাগের চেয়ারম্যান জনাব মো: মাসুদ আলম, গণিত বিভাগের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান জনাব আফসানা মৌসুমী, রেজিস্ট্রার প্রফেসর মো: মমিনুল হক, প্রক্টর জনাব পলাশ কর্মকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক জনাব আবদুল্লাহ-আল মামুন প্রমুখ। বক্তাগণ স্বল্পতম সময়ের মধ্যে মাস্টার্স প্রোগ্রাম চালু করায় উপাচার্য মহোদয় এবং এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সাইফুল আলমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁরা সকলেই মাস্টার্সে ভর্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনের উজ্জল সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি জনাব ফজলে এলাহি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের দিনটি এ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্মরণীয় দিন। এ দিন এ বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের পথে এক ধাপ এগিয়ে গেল। তিনি শিক্ষার্থীদেরকে ক্ষুধে বিজ্ঞানী আখ্যা দিয়ে বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে তোমরা নিজেদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরী শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আজকে যারা মাস্টার্সে ভর্তি হয়েছে শিক্ষা ও গবেষণার দিগন্তে তাদের এক নব জীবন শুরু হয়েছে। তিনি অপরাজনীতি ও অপসংস্কৃতি থেকে শিক্ষার্থীদের নিজেদের দূরে রেখে শিক্ষা ও গবেষণার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। উপাচার্য মহোদয় মাস্টার্সে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের শ্রেনীকক্ষের আচার আচরণ, শিক্ষকবৃন্দের সাথে আচরণ সহ সার্বিক বিষয়ে নিজেদেরকে কিভাবে একজন আধুনিক ও ব্যক্তিত্বসম্পন্ন রুপে গড়ে তোলা যাবে তার দিক নির্দেশনা দেন। তিনি বলেন, তোমরা আজ নিজেদেরকে সত্যিকার মানুষরুপে গড়ে তোলার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছ। উপাচার্য মহোদয় ল্যাবরেটরী সুবিধাসহ শিক্ষা সহায়ক সকল সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সসহ উচ্চশিক্ষা পরিচালনা করার জন্য মাননীয় উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরীকে চেয়ারম্যান, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ এবং বিভাগীয় সমন্বয়ককে সদস্য করে ইতোমধ্যে।

সূত্রঃ হ্যালো-টুডে ডটকম

মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিত ও কর্মচারীকে মারধোরের ঘটনায় কর্মবিরতি

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে লাঞ্ছিত ও ফুড টেকনোলজি বিভাগের এক কর্মচারীকে মারধর করার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহম্মদ উমর ফারুক জানান, ফুড টেকনোলজি বিভাগের ক্রেডিট ফি কমানোর কোন সুযোগ নেই। তারা অফিস কক্ষ ভাংচুর করেছে। শৃংখলা ভঙ্গের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৭দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শাস্তিমুলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে ও জানান তিনি। জানা যায়, সোমবার ক্রেডিট ফি বৈষম্য দূরীকরণসহ চার দফা দাবী নিয়ে বিশ্ব বিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা উক্ত বিভাগের চেয়ারম্যান এর সাথে কাছে যায় এবং চেয়ারম্যান ক্রেডিট ফি কমানো সম্ভব নয় বলে জানিয়ে দেন। পরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে অফিস কক্ষ ভাংচুর করে।এতে বাধা দিলে শিক্ষার্থীরা এক কর্মচারীকে লাঞ্ছিত করে এবং বিভাগীয় চেয়ারম্যান রোকেয়া বেগমকে তিন ঘন্টা অফিস কক্ষে আটকে করে রাখে।

মালয়েশিয়ায় উচ্চশিক্ষা


হাথির মোহাম্মদের মালয়েশিয়া। পেট্রোনাস টুইন টাওয়ারের মালয়েশিয়া। শুধু এশিয়ারই নয় বর্তমান বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশ। শিল্পোন্নত মালয়েশিয়া ইলেকট্রনিক্স পণ্য, গাড়ি ও অন্যান্য শিল্পে বিশ্ববাজারে স্থান নিয়েছে। দেশের উন্নতির সাথে সাথে মালয়েশিয়ায় উন্নতি এসেছে শিক্ষা ব্যবস্থায়ও। ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা মালয়েশিয়াতে পড়তে আসছে। মালয়েশিয়ার ডিগ্রি আন্তর্জাতিক স্বীকৃত। বাংলাদেশের অনেক শিক্ষার্থীই এখন উচ্চ শিক্ষার ক্ষেত্র হিসেবে মালয়েশিয়াকে বেছে নিচ্ছে। কারণ এখানে পড়শোনা করে সহজেই যে কোন দেশে ক্রেডিট ট্রান্সফার করা যায়।শিক্ষা ব্যবস্থা :
মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষায় রয়েছে ব্যাচেলর ও মাস্টার্স। এখানে আছে ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ২১টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ৬৭টি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এছাড়া রয়েছে ৭০৬টি প্রাইভেট ইনস্টিটিউট। এখানে রয়েছে ইন্টিগ্রেটেড ও ডিপ্লোমা কোর্সও। ব্যাচেলর কোর্সগুলো সাধারণত ৮ থেকে ১২ সেমিস্টার। ইন্টিগ্রেটড ও ডিপ্লোমা কোর্সগুলো সাধারণত ৬ সেমিস্টারে হয়ে থাকে।
university-malay-malaysia.jpegপড়ার ভাষা মাধ্যম :
মালয়েশিয়ার রাষ্ট্রীয় ভাষা মালয়। উচ্চ শিক্ষায় মালয় ভাষা ছাড়াও ইংরেজি ভাষায় পড়া যায়। তবে সর্বত্রই মালয়েরই প্রাধান্য রয়েছে। শুধু ইংরেজি বিষয়ে পড়তে ইংরেজি প্রয়োজন না এছাড়াও কিছু কিছু বিষয়ে রয়েছে ইংরেজি। ইংরেজির ক্ষেত্রে TOEFL এবং IELTS এ একটা স্কোর থাকতে হয়। মালয় ভাষায় পড়ার জন্য অন্যান্য দেশ থেকে আসা শিক্ষার্থীদের মালয় ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হতে হয়।
cac1.jpgপড়ার বিষয় :
মালয়েশিয়ায় বিজ্ঞান ধারা শিক্ষা ব্যবস্থায় পড়াশোনার খ্যাতি বিশ্বজোড়া। যেমন আইটি এবং ইঞ্জিনিয়ারিং এ দু’টি বিষয়ের মালয়েশিয়ার ডিগ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পড়ার বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো সিভিল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজাম, টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, আইটি, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এরোনোটিক্যাল, আর্কিটেকচার ইত্যাদি।
পড়াশোনা ও থাকা- খাওয়ার খরচ :
মালয়েশিয়ায় পড়াশোনার খরচ অপেক্ষাকৃত কম। এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিউশন ফি অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক কম। থাকা খাওয়াতেও খুব বেশি খরচ হয় না। এখানে পড়াশোনা ও থাকা খাওয়ার খরচ বাবদ বছরে প্রায় দেড় লক্ষ টাকার প্রয়োজন। অবশ্য খরচ এর চেয়ে কম বেশি হতে পারে। ব্যক্তির চাহিদা ও স্থান ভেদে পার্থক্য হয়।
oum-pmh-1.jpgপাট টাইম জব :
মালয়েশিয়ায় পড়াশোনার পাশাপাশি রয়েছে কাজ করার সুযোগও সপ্তাহে ২০ ঘণ্টা করে কাজের সুযোগ পাওয়া যায়। কাজের জন্য সরকার এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতির প্রয়োজন হয়। বাইরে পার্টটাইম জবের পাশাপাশি সুযোগ রয়েছে টিউশনিরও। এখানে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর সুযোগ আছে।
আবেদন ভর্তিও ভিসা প্রসেসিং:
মালয়েশিয়ার যেসব প্রতিষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক বিদেশী শিক্ষার্থীদের পড়ার অনুমোদন রয়েছে তার যে কোন একটি প্রতিষ্ঠান বাছাই করুন। এ ক্ষেত্রে নিশ্চিত হতে মালয়েশিয়ার দূতাবাসের সাহায্য নেয়া যেতে পারে। এরপর যে প্রতিষ্ঠানে আপনার কাক্সিক্ষত বিষয়ে ভর্তির জন্য চিঠি, ফ্যাক্স বা ইমেইল করুন। তারা আপনাকে প্রয়োজনীয় তথ্য জানিয়ে দিবে। যে প্রতিষ্ঠান আপনাকে যোগ্য মনে করবে তারা আবেদন পত্র পাঠাবে। বিশ্ববিদ্যালয়ের অফার লেটার আপনার যোগ্যতার প্রমাণ পত্র, প্রয়োজনীয় সনদ, কাগজ পত্র, আর্থিক স্বচ্ছতার প্রমাণ ইত্যাদি দেখিয়ে বাংলাদেশস্থ মালয়েশিয়ার দূতাবাস থেকে ভিসা নিতে হবে। ভিসা ফি সাধারণ প্রায় পনের হাজার টাকা।
umlogo.jpgমালয়েশিয়ার প্রধান কয়েকটি বিশ্ববিদ্যালয় :
* University of Malaysia
Email- cco@um.edu.my
Web-www.um.edu.my
* International Islamic University of Malaysia
Email: Pro@iiu.edu.my
web- www.iiu.edu.my
* University of Technology Malaysia
Email: Pendaftar@ulm.my
Web- www.iiu.edu.my
* University of Teehnology Malaysia
email: Pendaftar@Utm.my
web- www.utm.my


সূত্রঃ হ্যালো-টুডে ডটকম







মাধ্যমিক স্কুল পেলো ১৩৭৭ শিক্ষক



সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ৩৭৭ জন সহকারী শিক্ষককে পদায়ন করা হয়েছে। আগামী ১২ অক্টোবরের মধ্যে তাদের যোগদান করতে হবে।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহপরিচালক প্রফেসর নোমান উর রশিদ সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাতে তার দপ্তরের শিক্ষক পদায়নের নথি হস্তান্তর করেন।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৩৭৭ জন সহকারী শিক্ষককে নবসৃষ্ট ৮২টি ডাবল শিফট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে।

মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত ৫৬০ জন প্রার্থীর পদায়ন হবে পুলিশি ছাড়পত্রের পর। এদের পদায়নের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হয়েছে।

নথি হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ দিন ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট চলছিলো। এদের পদায়নের মধ্য দিয়ে এ সমস্যার সমাধান হলো।

নবসৃষ্ট ৮২টি ডাবল শিফট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ১ হাজার ৬৬৫টি পদ শূন্য রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সিঙ্গেল শিফটে ৫২০টি এবং ডাবল শিফটে ১৩০টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।

গত ৭ জানুয়ারি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৯৬৮টি পদের বিপরীতে ১ লাখ ৩২ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।

গত বছরের ৯ জুলাই লিখিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও রংপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা স্থগিত করা হয়।

পরবর্তী কালে লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে গত ২২ জুলাই ১ হাজার ৯৩৭ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এদের মধ্যে ৫৬০ জন মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হন।


সূত্রঃ বিডি নিউজ ২৪


Saturday, September 10, 2011

নাম পাল্টালো ঢাবির 'সমাজকল্যাণ' ইনস্টিটিউটের



ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের নাম বদলে 'সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউট' করা হয়েছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইনস্টিটিউটের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে গর্ভনিং বডি এ সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে সিন্ডিকেট এবং সিনেটে এ সিদ্ধান্ত অনুমোদন করে বিশ্ববিদ্যালয়ের সংবিধিতে অন্তর্ভূক্ত করা হবে।"

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখন থেকে এর অনার্স ডিগ্রি 'ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স ইন সোশ্যাল ওয়েলফেয়ার' এর পরিবর্তে 'ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক' এবং মাস্টার্স ডিগ্রি 'মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স ইন সোশ্যাল ওয়েলফেয়ার' এর পরিবর্তে 'মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক' হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, "পৃথিবীর এক হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ে বিষয়টি সমাজকর্ম হিসেবেই পরিচিত। এ কারণে আমাদের ছাত্র-ছাত্রীরা বিদেশে স্কলারশিপের জন্য আবেদন করে সমস্যায় পড়ে। তাই আমরা নাম বদলানোর এ সিদ্ধান্ত নিয়েছি।"

"সমাজকর্ম হচ্ছে পঠিত বিষয় আর সমাজকল্যাণ হচ্ছে এর লক্ষ্য। তাই ইনস্টিউটের নাম সমাজকল্যাণ হতে পারে না" বলেন তিনি।


সূত্রঃ বিডি নিউজ ২৪ ডটকম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮শ' জনের চাকরিচ্যুতির সিদ্ধান্ত




জাতীয় বিশ্ববিদ্যালয়ের আট শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ঢাকার অফিসে বিকাল সাড়ে ৫টা থেকে ৩ ঘণ্টার বেশি সময় ধরে চলা সিন্ডিকেটের ওই সভা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী একথা জানান।

২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ অগাস্ট সময়ের মধ্যে এই কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়েছিল।

এ বছরের গত ২৩ অগাস্ট হাইকোর্টের বিচারপতি এ এইচ এম সামছ্দ্দুীন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ বেআইনি ও অবৈধ ঘোষণা করে।

এর আগে ২০০৪ সালের ৩১ অগাস্ট এই নিয়োগ অবৈধ ঘোষণার আদেশ চেয়ে হাইকোর্টে রিট (৫১২৫/২০০৪) আবেদন করেন অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

২০০৬ সালের ২২ অগাস্ট বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ রিটটি খারিজ করে দেয়।

এরপর ২০১০ সালের ১৫ই ডিসেম্বর অ্যাডভোটেক আকম মোজম্মেল হক ওই রায়ের রিভিউ মামলা (৬৭/২০১০) করেন।

এ রায়ের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের চাকুরি রক্ষা কমিটির আহ্বায়ক উপ-রেজিস্ট্রার মো. নুরুল আমিন জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রায়ের আপিল না করে রিট আবেদনকারীকে সাহায়তা করে অমানবিক আচরণ করেছেন।

রোববার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ক্লাস শুরু


পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রোববার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( চুয়েট) এর একাডেমিক কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে শনিবার সকাল ৯টায় আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট, হল গেইট, বিশ্ববিদ্যালয় চত্ত্বরে শিক্ষক/ প্রভোস্ট/ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী/ নিরাপত্তা শাখার সদস্যদের চাহিদামত আইডি কার্ড দেখাতে হবে বিধায় সকল ছাত্র-ছাত্রীকে আইডি কার্ড নিজের কাছে রাখতে বলা হয়েছে।

সূত্রঃ হ্যালো-টুডে ডটকম

Friday, September 9, 2011

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে কাল



আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে। ঈদ উপলক্ষে বন্ধ থাকার পর শনিবার থেকে পুরোদমে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব কার্যক্রম । তবে ৬ সেপ্টেম্বর থেকেই প্রশাসনিক ভবন ও হল গুলোর অফিসের কার্যক্রম শুরু করা হয়।এদিকে ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস ও পরীক্ষা না হলেও বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা ছিল।


বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছুটি ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছিল। পরে ২০ আগস্টের এক সিন্ডিকেট সভায় এই ছুটি ৪ সেপ্টেম্বরের পরিবর্তে ৮ সেপ্টেম্বর করা হয়।

সূত্রঃ হ্যালো-টুডে ডটকম

Thursday, September 8, 2011

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু ২১ সেপ্টেম্বর

২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। ২১ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে স্নাতক প্রথম বর্ষের ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ ও ৩ ডিসেম্বর। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও ভর্তি কমিটির সভা শেষে এ কথা জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ২০০ নম্বরের পরীক্ষার মধ্যে ১২০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষা হবে। বাকি ৮০ নম্বর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এই চএসসি মিলিয়ে জিপিএ ছয় দশমিক পাঁচ, বিজ্ঞান বিভাগের জন্য সাত দশমিক পাঁচ এবং বাণিজ্য বিভাগের জন্য সাত পয়েন্ট প্রয়োজন হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ-৩-এর কম থাকলে তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষা চূড়ান্ত করতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে ভর্তি ফরম বিতরণ শুরু করা হবে। ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ফরম বাছাই শেষে আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা। The shoe cables a repent reward near the visible. নগরের চারটি সরকারি কলেজ এবং প্রয়োজন হলে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ৪০০ শিক্ষার্থী ভর্তি করা হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুনর রশীদ খান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় মানসম্পন্ন শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ আইন অনুযায়ী ২৪ জন শিক্ষক নিয়োগ সম্পন্ন করা হচ্ছে। ছয়জন শিক্ষকের নিয়োগ ইতিমধ্যে সিনেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে। বাকিদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। সূত্রঃ

Friday, September 2, 2011

শাবিপ্রবি তে ভর্তির রেজিষ্ট্রেশন ১৫ সেপ্টেম্বর থেকে শুরু

আগামী ২৯ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা মুঠোফোনের মাধ্যমে ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তি ফরম রেজিষ্ট্রেশন করতে পারবেন। এবারও মুঠোফোনে ভর্তি ফরম রেজিস্ট্রেশনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। মুক্তিযোদ্ধা, আদিবাসী এবং প্রতিবন্ধী কোটাসহ ‘অ’ এবং ‘ই’ ইউনিটের অধীন এবার মোট ২৫টি বিভাগের এক হাজার ৩শ ৯৩টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হবে।সকাল ১০ টায় ‘A’ ইউনিট ও বিকাল ৩ টায় ‘ ‘B’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ভর্তি কমিটি এ সকল তথ্য জানায়। এবার মানবিক বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীরা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে ভর্তি হতে পারবেনা। এছাড়া প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদে মোট ৭০নম্বরের পরীক্ষায় মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীদের গণিত বিষয়ে ১০ নম্বরের পরীক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের অর্থনীতি বিষয়ে ভর্তি হতে চাইলে গণিতে শতকরা ৫০ নম্বর পেতে হবে। এছ্ড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করে দেশের বাইরে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করলে ভর্তি যোগ্যতা হিসেবে SAT এ স্কোর থাকতে হবে ১১০০। উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিনের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ইউনুস জানান, এবার অ ইউনিটের ভর্তি ফরমের মূল্য ৫৫০ টাকা। ই ইউনিটভুক্ত সকল বিভাগে ভর্তি ফরমের মূল্য ৬০০ টাকা। আর্কিটেকচার ব্যতীত ই ইউনিটভূক্ত সকল বিভাগে ভর্তি ফরমের মূল্য ৫৫০ টাকা নির্ধারিত হয়েছে। ২০১০/২০১১ সালে অনুষ্ঠিত এইচ.এস,সি/আলিম/ডিপ্লোমা ইন কমার্স/সমমান এবং ২০০৮/২০০৯ সালে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে। যে সকল ছাত্র-ছাত্রী বিজ্ঞান শাখা থেকে এইচ.এস.সি সমমান পরীক্ষায় পাশ করেছে তারা দুই ইউনিটে এবং অন্যেরা শুধু ‘A’ ইউনিটে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এইচ.এস.সি বা সমমান ও এস.এস.সি বা সমসান উভয় পরীক্ষাতে ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট ৬.৫ থাকতে হবে। এছাড়া জি.সি.ই. O লেভেলে কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাশ এবং জি.সি.ই. A লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ থাকতে হবে। ২০০৮ সনের পূর্বে এস.এস.সি বা জি.সি.ই O লেভেল বা সমসানের পরীক্ষায় উর্ত্তীণ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে না। টেকনিক্যাল কমিটির প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল জানান, টেলিটক ফোন থেকে SUST শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর, এইচএসসি পরীক্ষার রোল নম্বর, পাশের বছর ও ইউনিটের নাম লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। উদাহরণ হিসেবে কেউ যদি সিলেট শিক্ষাবোর্ড থেকে পাশ করে থাকেন এবং ‘A’ ইউনিটে ভর্তি হতে চান তাহলে তাকে SUSTSYL2011A এ পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য জানতে টেলিটকের হটলাইন নম্বর ০১৫৫৫৫৫৫০০১-৫ এ যোগাযোগ করা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission থেকে জানা যাবে। সূত্রঃ হ্যালো - টুডে ডটকম

বরিশাল বিশ্ববিদ্যালয়: প্রথম ভর্তি কার্যক্রম শুরু ১৫ সেপ্টেম্বর



৫ সেপ্টেম্বর হতে প্রথম বারের মত ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইউনিভার্সিটি অব বরিশাল। বিশ্ববিদ্যালয় সূত্র হতে জানা যায়, আগামী ১৫ সেপ্টেম্বর হতে ভর্তি ফরম বিতরণ শুরু হবে এবং নভেম্বর মাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে ৪ টি অনুষদের ৬ টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির যাবতীয় তথ্য পরবর্তীতে জানানো হবে।